আজকে এলেম বাজার ঘুরে
পিঁয়াজের ভীষণ দাম!
সিন্ডিকেটের বেড়াজালে
ঝরছে মোদের ঘাম।  
বিদেশ থেকে আমদানি নয়,  
দেশেই  হোক  চাষ।
দেশি চাষে চাষী খুশি
কমবে হা-হুতাশ।
পিঁয়াজ চাষে গবেষণা
খুব জরুরী কাজ
বেশি করে চাষ করে
কৃষক পড়বে তাজ।
পাশ্ববর্তী দেশের নয়
সময় এখন মোদের
পিঁয়াজ চাষে দাও হে সময়
জমিন  আছে যাদের।
দুশো কিংবা তিনশো নয়
পিঁয়াজ কিনবো দশে  
আমদানি নয় রপ্তানি ভাই
হোকনা  দেশে দেশে ।