আজ বাড়ি যেতে ইচ্ছে হয় না
বাড়িটা কেবল এখন নির্জন কারাগার।
বাড়ির চারপাশ সব ঠিক  আছে,
কিন্তু আমার অপেক্ষায় এখন মা দাঁড়িয়ে নেই।
বাড়ির উঠোন ঠিক  আগের মতো,
কিন্তু উঠোনা ছড়ানো মায়ের শাড়ি নেই।
বাড়ির রান্নাঘর!তাও আগের মতো পরিস্কার
কিন্তু সেখানে নেই মায়ের হাতের রান্না করা খাবার।
এখনও ঠিক আগের মতো  ফোন আসে,
কিন্তু কেউ জানতে চায় না আমি কেমন আছি।
কেউ আগের মতো জিজ্ঞেস করে না" খোকা তুই কবে আসবি বাড়ি, ঠিকঠাক পাবি তো গাড়ি।
এখনো চিঠি আসে ডাকপিয়ন দিয়ে যায়
তবে এখন আর কেউ চিঠির সাথে টাকা পাঠায় না।
কেউ জানতে চায় না আমি কীভাবে কোথায় কেমন আছি
তাই মা হীন ঐ কারাগারে আমার যেতে ইচ্ছে হয় না।



কবিতাটি আমার এক বন্ধুর কষ্টের কথা শুনে লিখেছি। আর তাই কবিতাটি তার মতো সকলকে উৎসর্গ করতে চাই।