বর্ষা গেল শরৎ এলো
শিশির ভেজা ঘাসে
নদীরপাড়ে রোদের সাথে
কাশফুলেরা হাসে।  


শরৎ এলেই মেঘের খেলা
ভীষণ লাগে ভালো
সাদারঙের হাট বসেছে
দেখতে সবাই চলো।  

শরৎ এলেই সন্ধ্যাবেলা
ফুটে হাসনাহেনা
ফসলের ঐ সবুজ বাহার
সবার যেন চেনা।


শরৎ এলেই দূর্গাপুজো
মায়ের আরাধনা
পুজোর জন্য নতুন জামা
হয় যে সবার কেনা।