কবিতা - সত্য
আনোয়ার হোসেন সোহাগ
আমাকে পৃথিবীর কোন বাঁধা থমকে দিতে পারবে না।
টর্নেডো বা আম্ফান আমাকে ভয় দেখাতে পারবে না
পৃথিবীর কোন মিথ্যে মায়াজাল আমাকে দ্বিধাগ্রস্ত করতে পারবে না  
পারবে না সূর্যের প্রখর রোদ আমাকে ক্লান্ত করতে
বিশ্বাস কর, পৃথিবীর কোন অনিয়ম আমাকে হার মানাতে পারবে না।
কারন- আমি আমার সত্যকে চিনেছি।
আমি লালন করি আমার সত্যকে।
আর এই সত্যের পথ ধরে ঠিকে থাকতে চাই  অমর হয়ে।