ঝড়ের আবল তাবল হল সাঁঝ আকাশে
সব কুঁড়িয়ে ঘরে ফিরতে মেঘের জল কণায় গাঁ ভিজল,
বৃষ্টি কাপড়ে আমার পূরুষ দেখে আর হাসেনা
মুখ ভার পিছন ঘুড়ে অন্ধকার মুখোমুখি।
বল এমন সাঁজেই কত বেলা শেষ করলাম
বিকেল পাশাপাশি হল হাত ধরা হলনা,
তুমি ইতস্ত্বতে বললেনা ছুয়ে দেখব
আর কম ছিলনা শিরশিরে রাতের মাঝামাঝি শুকনো প্রেম!
কখনো বলেনি আমাকে বাঁচতে দিতে হলে স্পর্শ দাও।
আর ফিরেনা ভুল হলে ভুল ভালবেসে.........
চলার ক্ষতিপূরণ আমার হল দাবদাহে
সে বলে আমি আপনাকে চিনিনা।