মেঘের সাদা পাহাড় নীল আকাশ
রোদের সবুজ চেহেরায় তুমি ফিরবে,
গলি সরুপথ অপেক্ষার ব্যালকনির পথ তোমার দিকে।
অনূভবে শূন্য তুমি,আমার তো হল সব দোষ
যত ভাল লাগার প্রসবন হল আমার জল!
কি করব তারপর তোমাকেই ভাবি?
রাতের অাবছা চাঁদের আকাশের সিঁড়ি।
ব্যালকনির লোহা ফাঁকে ফাকা আকাশ
এক দুই করে অগনিত সিঁড়ি,
দেখতে খুব ভাল লাগছিল
নীল কালো অাধারী গগণ আমাদেরই মত,
একদিন তাকে ভেবেই এসেছিলে তুমি
শূন্য থাকল সিঁড়ি বেয়ে উঠা
বাকি থাকল জীবন,তোমার জীবন তারপর।