দাড়িয়ে থাক জলের সাদা সচ্ছে
গায়ে মাখো কোন জল ব্যাথা হবে একদিন,
দূর হবে দেখা হতে কখনো
হাঁটতে হাঁটতে ক্লান্ত জানা হবে।
বিষাদের সময় কেমনে ছেড়ে যায় আমি
কোন কালের শেষে যদি
প্রণয়ের জল ঘুম হয়।
যত ফোটা মুছে নিয়েছি মাটির চোখ মুছে,
সচ্ছ খালি মাটি হলে এজল টুকু ও
মাটির শরীরে মাখি মানুষ বলে।