পবিত্র হও শরীর আর কত পবিত্র
সিদ্ধিলাভের পশ্চিম দরজায় বসে থাকা
কোন নির্বান লাভ নয় এজন্য অপেক্ষা এক,
কোন কাল, কালের দোষারূপে প্রেম এক রূপা।
গোছানো সাঁঝেের কান্না ছিল তোমায় দেখে.....
অবেলা প্রথম ত্রন্দন হল
বাকি পান্ডলিপি খসরা সাদা সাদা
কেউ একা হয় ভাবে খসরায় আর কি আছে?
ছিল ত্রিশ হতে একা বেঁচে থাকার অঙ্গিকার।