(১)
তোমার কারনেই যেতে যেতে দেখা হয়েছিল
কালো মেঘ ছায়ার বুঝতে দেয়নি ঝড় নামলো।
সহে সহে বৃষ্টির জল হল সচ্ছতা,
ধুলোজল সকল ক্ষেত ভিজালো আষাঢ়ের বানে
আর পথে পড়ে থাকল,এক চিলতে পানির বিন্দুকণা।
মন খারাপ একা বসে থেকে জল এল চোখে
জল চাইবেনা কৈফিয়ত তোমার জন্যই জল অাসে।


                                      (২)
সকল রাতের মত আজকেও ফেরালে তুমি
নি:সগ্ধতা,ঘুম শরীরে নিস্তেজ ভাব এনে,
এক গ্লাস জল বার বার আমার দিকে চেয়ে থাকলো।
কালো রাএীর শনশনে শব্দ তোমাকে পেতে.........
হল অপেক্ষা সব কিছুর নিজস্বতা হারানোর!
ঠোঁটের স্পর্শ নয়,অবশেষে তুমি ছোবে নারীত্ব।