ধারন হবে যায়,বলে,সময় শিখা টেনে আনলো
পৃথিবীর দিকে ফিরে আসা মুখ,স্নান শেষে
অপরাহ্ন বিকেল বলেছিল,শুদ্ধতা আসবে ফিরে যাও।
রোদের বয়স বসবাসের চালে কড়া দিন বিছায়ে;
বুঝে আসেনা তার,যে মুখ তাকিয়ে আছে তারে ছায়া বিছায়।
অরোদের হেঁটে ক্লান্ত স্বাদ জাগ্রত,সকাল শিশিরে
এভাবে চলে যাবেনা-আসতে দাও আমাকে
ছুয়ে ঘুম দাও,পৃথিবীর কিছু সততা ভঙ্গে।