দরজার ফাঁকে বিছানো বিকেলের কালো মেঘ
জলের উপর বৃষ্টির পাতানো শব্দ গুলো,
পানি বিছানার ফুল সন্ধ্যার সাদা আলোয় ঝিলিক ফোটা।
সুন্দরে বিলিন হতে হতে ভাগ হয়ে সুন্দরতা পেল!
তখন হাসালে তুমি, জানতাম বৃষ্টি তোমাকে চেনে
এঘর যখন পাওয়া জলে ভেজায় চোখ।
একবার হলেও তো ভাব,বৃষ্টির উৎসুক দেখা
দেখব তখন ও তোমায়,ভিজিয়ে দাও বিকাশিতার দেখায়।