মনের স্হায়ীত্ব হয়েছিল সেই চেনা রুহ পরতে
ঝড়ো বৃষ্টির চাদর প্রবেশ হল বৃষ্টি সুখ।
ভেজাক্ষণে দু'হাত বাড়িয়ে বন্দনার প্রাপ্য উৎস্বর্গ!
চোখ তাকালে নিবির স্পর্শে মাতম তোলে জিজ্ঞাসা?
মরতে চাও তুমি কবিতার আলিঙ্গনে নগ্ন দরজায় নক করে।
সন্ধ্যার দিন ছেয়ে মিশানো রোদ ধারন করে তুমি আমি;
পৃথিবীর নিয়ম কানুন সাজিয়ে ছাড়া আমরা ছিলাম কোনদিন।
এসো,রোজ রোজ ফিরে আসা
যখন হ্নদয় তোমাকে পেতনা,হাল ছাড়ত
ঠিক তুমি সেদিন এসে দাঁড়াতে
এভাবে বার বার ফেরাও আমাকে তোমার দিকে।