তুমি কি বুঝনি আমাকে টানলো কিসে?
হঠাৎ অজান্তের ভাললাগার প্রসবন তোমার,
বয়স তোমার ছোট তাও মিমাংসিত থাকল পালিয়ে যাওয়া।
রাতের অসংগতি একদিন নিরব করেছে শরীরকে
অধিকার পালন হবেনা তার,তোমার কিছু না বলা শব্দ সব উন্মুখহীন।
চিনচিনে কম্পন তোমার নিবিড়ে হয়েছে শেষ
বলনি,ফাঁকা ঝিপসি বৃষ্টির মন কেমন করে!
চেননা বলেই প্রাপ্তি তখন কালের কবিতায় তোমার নাম রং-মিন।