তোমায় দেখে আর তৃষ্ণা হাঁটতে চাই
তুমি নিরব নি:শ্বাস খুজে ফিরবে নিশুতি উষ্ণতায়,
নারীর ঠোঁট স্পর্শে ভিজে ভিজে গোপন কোন অন্ধকার।
বর্ষণে প্রিয়া তোমার অস্হির শিকড় ছেড়ে শিশির সাদা ঘাস ফুল!
স্তুপজমা পোষাক খুলে দেয়াল ঠেকে দাঁড়িয়ে
তোমার ঠোঁটের কাঁপুনি বাড়িয়ে দেয় স্পন্দন।
পোড়া রোদেলা রং কখনো রূপ হারায় আমাতে তোমার
সব নিয়ম অবসান হয় সব সুখে ঠিকরে পড়ে তব ছায়া।