তোমার আহ্বান এসেছিল জল আসমানে
আর নিচে নেমে এল,যাকে সুখনীল সময়কাল ভেলায় ভেসে
জলছটায় ছলছলে জায়গা হারানো মায়বতীর অধরার রূপে।
প্রেম চিনেনা নিরন্জ্ঞনার দেখা শিতিল ভোরের নীল কষ্টে!
তুমি সব সকাল ম্নান করনা হোক অল্পজীবন অপচয়।
খু্ঁজে নেব অমৃত  মিটবে স্তদ্ধতার পরছায়া হাতছানি
একার সান্নিধ্যে হয়েছে ক্ষয় তবুও হলনা মন স্হির।
হঠাৎ ভাললাগেনা সব ছুড়ে দরজার চৌকাঠ
দুরের কুপি নিভছে নিভু নিভু অন্ধকারে;
হাত প্রসারিত নিভু আলো আড়াল করে প্রজ্জ্বলিত কর
পাহাড় পর পাহাড় অাঁধারে কখনো খুঁজে না পাওয়া তোমাকে।