(১)
হাত ধরি নি:শব্দ কোন নির্জন ফোনকলে
নগ্নতা হতে চায় মন চুয়ে চুয়ে,
তীব্রতা বাড়ে প্রতিদিন মিশে মিশে
তুমি আমি এক অখন্ড আপন নীড়।

                        (২)
অবেলার শেষ বেলায় তৃষ্ণা অমৃত্যের জলপান
জনম জনম ক্লান্ত শরীর বিছিয়ে,
সাক্ষরতার নিয়মভেদে ঘুড়ে ঘুড়ে পথে দেখা;
নিবেদনক্ষণে পরিচয় লাভ অপরিচিত আমরা।
                    (৩)
ভিতরের বিষ তাপ আবেশ তোমাকে বিষায়িত করলো
দেখনা তোমাকে কিভাবে ছুয়ে দিলাম দুই,তিন,চার
স্বিগ্ধ হিমেল শিরশিরে বাতাস বৃদ্ধি করল
সৌন্দর্য শিহরণ তারপর নিভে যায় সব প্রদীপ সলতে ছাই।
                       (৪)
অাসবে তুমি ছোঁয়ার স্পর্শ কিংবা দেখার অন্তহীনতা বিলায়ে
শেষ বিকেলের চিলতে আলোয়,
দেখতাম মুখ তোমার যুগ যুগের মহাকাল শেষে
অবশেষে ফিরেছো আমার দিকে।