(১)
শান্তির আশ্রয়ে পচন ধরে বিশ্রী অবয়ব যার
বার বার ফিরিয়েছি মুখ টানা বছর পর বছর
অলস সময়ে তুমি আসলে
পোহাতে হল হারানোর বেদনা
(২)
বিকশিত হতে যে জীবন যুদ্ধ করে
পায় চলতে চলতে অনেকের দেখা,
যারা জীবন থেকে হারিয়ে যায়
দুরে আরো দুরে জানিনা,
সেজীবন বিকশিত হয়না কালের গর্ভে
নীল বেদনা সারা আকাশ জুড়ে থাকে কখনো।
(৩)
খুলে দাও বেদনার দ্ধার
সাজে পরিপূর্ন কর নিজেকে আমার মত
সাদা সফেদ নীল আকাশ
মেঘের ভেলায় ভেসে ভেসে পৃথিবী ছুয়ে ভাসমান।