পাতার শিখা সরু গোপ ঘরে,সবুজেরা জায়গা পেয়েছিল
শেষ হয়েছিল তার, শুধু এক বেঁচে থাকার কোন গাছে
দেখতে তো পেয়েছিল দিন ও রাতের প্রবেশ পথ।
জানাই হবেনা তোমাকে কতবার দেখলাম
তোমার একার অনূভব তোমার কোনদিন পাথর হবে।
একার চোখ তাকা- তাকিয়ে রবে সব দিন তোমার দিকে;
বিকাশিতা মৃত গন্তব্যের সরল রেখা হাত ধর
জল লবণে আসেনি সূর্যের খন্ড রোজ তাপ!
মনে হয়েছিল আর কোন দিন দেখা হবেনা।
ব্যালকনির ফাঁকা গ্রীলে তোমার পথ
হেঁটে যাওয়ার শব্দ ও কখনো শান্তি বিলায়
বিকাশিতা তখন শব্দ-শব্দকেই জানবে
স্নানের ডান রূপে তোমার ভিতর তোমার নিজের আবিরে।