একার হারিয়ে যাওয়া কবে?
রাত আসন্ন সময় যায় খসরা পড়ে থাকে সাদা পাতা
তোমাকে লিখতে খরচ হয়েছে চোখের জল।
রাতের বিষন্ন মুখ ছটপট চাদরে ঢাকা
তোমাকে বুঝেনি যৌবনের সেই সময় পাঁচটা,
ফেরাতে হাতটা বাড়িয়ে দিল মুখোমুখি রাত বিরাতে
স্পর্শ চাওনি,প্রেম চাওনি,কামরতি পুড়িয়েছে।
একদিন দেখতে অপরিপূর্ণতা তোমার আমাকে দেখার স্বাদ
পূর্ণাঙ্গ হবে ঠিকাবার নমুনা কবিতার বয়সে হাল ধরলে তুমি।
দাঁড়িয়ে আর অপেক্ষা কত?তুমি সামনে এসো
কবির জন্য তোমার ভাল লাগা যদি শৈল্পিকতা হয় ভালবাসা
তবে দেহ নির্যাস তোমা হতে বিকিরণ।
অন্য নামে খুঁজেনা প্রেম এভাবেই নিরন্তন......
আঁধারের নেসা ছন্দপতনে মিশে যায় বল তুমি
আমার জন্যেই তো এরকম পর্যায়ে দেখতে ইচ্ছা করে খুব।