সে বাড়ুক যে যাবে যতদুর
বারি ধারা ঝড়বে কোনদিন
বদ্ধ ভাগ্য যে নির্ধারিত
ফিরে আসা যে তাহাতেই রহিল।
অবেলায় যার চোখ দেখি
দৃশ্যত লিখিত ফোটা ফোটা জল
ভাষা যেন তার রূদ্ধ বুঝে নেওয়া!
ফিরো মন ফিরে দেখ
বেড়ে যাওয়া ধোঁয়ার সমীরণে
অন্তর বাস হয়না।
যে জলে প্রাণের পথ দেখায়
শুদ্ধতা আনে দিগ দিগন্তে;
ধরো হাত ফিরো আপনে
বলবে, আমি অচেনা দেখব তোমায়।