নিজ শরীর আর আত্মাকে বুঝালাম আর ফিরনা
কি হবে শরীরকে প্রেমের আসন দিয়ে
কালো পর্দায় খুলে গেল বুকের কাপড়।
নিবিড় হল তোমার অভিমানে দরজা খুলল আর বলল,
যোগাযোগ নিষিদ্ধ কাল কাল
প্রেমের অপেক্ষা চেনাল সে ক্ষণে কি যে তুমি
বাড়িয়ে পা চলতে শিখলাম স্বর্গের সুবাস।
তবু সে বলল আমাকে বুঝনা
অপেক্ষা করলাম যদি একবার কথা বল,
ফিরবেনা কবিতার পুরুষ
তারপর ও কখনো কবিতা তোমায় খুজে নেয়।
তুমি সারা ছাদময় অনবরত বৃষ্টিতে ভিজছ
বৃষ্টি ভালবাস দেখিনা তোমাকে আর কিছুক্ষণ
অগণন বৃষ্টির সংখ্যা তোমাকে কি ভাবে ছুঁয়ে দিচ্ছে,
বলতে পারলাম না ছাতার নিচে এসো
তোমাকে বুঝতে পারিনী আর তার অফেরার অভিমানে
ফিরে এসোনা প্রেমের জন্যেই অপেক্ষা ছিল বিশ বছর।