আমি একা বসে, ধার হয়েছিল তোমার প্রেম আমাকে ছুলো
বাসি গন্ধে ধর্য্য শেখালো যদি ও কোনকিছু তোমার হতে পাওয়া হত!
ধূপের অস্হিরতা জলের প্রবাহে  মুখ তোমার          আলস্য সুন্দর;
হাজার সময় তোমার জন্য হেসেছিল নীরব আবিরে সে বুঝেনী।
মনে রোদন কাল কে  বিশ্বাস খেয়ার স্হাপনে
তুমি আমার এটাই জানিয়ে ধসে
ধূলোর অবগাহনে  জীবন  কিন্ঞ্চিৎ পরিমান।
শীতের রোদ শূন্যে নিবু নীল আকাশ তার অপেক্ষা,
হলোনা খালি পায়ে হেঁটে অন্তবিহীন ঘাস।