আমার নিজের পরস্পর হোঁচট রক্ত রং
অন্ধকার কান্নার মেঘালী ফাল্গুন মেঘ,
তুমি যদি না হতে তুমি,তবে তোমার জন্যেই
হেঁটে হেঁটে ভিজতে হল বৃষ্টি,শীত,গ্রীষ্মে।
ভাল লাগার নিজ কালের হলোনা দোষ
দেখার সাজ হেসে হেসে শেষ হল একদিন;
ভাল লাগেনি রূপ, রূপের ভিতর রূপ জল রং।
তোমার অস্হির ভাল লাগার কাল পৌচ্ছে চিহ্ন হল....
যখন পথের গলিতে অন্ধকার আসে
ঘাসে বৃষ্টি ভিজে সেই অবুঝ ছেলের মতন,
সবুজ বিছানায় পা টিপে টিপে গন্তব্যের বাকি স্হানে।
মিন,অন্তকালে মরণ হবেনা দেখা
কখনো দেখার ইচ্ছে হয়,জোনাকি ফুল প্রথমে
অন্ধকার দাড়িয়ে অপরিচিতর মুখোমুখি আর একবার।