(১)
মন লেগে থাকবে কতদিন জানিনা
পৃথিবীর শব্দ মুছে জারিত ফুল স্নান পানিতে
সুখ জান্নাত আর কাঁদেনা কে,কে ফিরবে বলে,
তোমার মুখ সভিতার রং দাঁড়িয়ে থাকো
হাতে একখানা ছাড়পত্র বয়স বিশ তারপর বাকি সময়।
(২)
সে আছে আমি আছি পাশাপাশি
নিঃশ্বাসের ঘ্রানটা তো একসাথে শব্দ হচ্ছে
তারপর কোনদিন নয়,জন্মান্তরের কোন পারে।
তুমি কি বুঝ মিম,দেখার আর কটাদিন
তবু ও দেখা হয় কখনো তখন তুমি চুপ!
চেনা মনে কখনো পাশ কেটে চলে যাওয়া
এভাবেই শেষ হয় নিরব আবির
শব্দ করেনা কারো মন অভিমানে অভিমানী হয়না।