নিজস্বতার পায়চারি তোমার জন্য
চোখ দেখলেই জানতো কি করে?
ব্যালকনির বৃষ্টি শীতল মায়া ফেলে যায়।
শন শন পাতার নিরবতা,খালের জমাট কুচুরিপনা
মাতৃত্বে ফুল না ফোটা সবুজ পথ
আর লতাপাতা কলমি,জলকে ভালবাসতে বিছিয়ে পড়ে।
একদিন ঘাস জলই পায়ে হেঁটে দৃষ্টি ফেলে তাকিয়ে ছিল!
ইতস্ত্বতে কি বলে,বলে,
মুখ ফিরিয়ে জন্মের বিধিকে জিংগাসায় ভয় ভুলে;
পাতানো অভিমান গুলো
অজান্তে কেঁদে বলেছিল এতদিন পর ফিরলে।