ছোঁয়ার অপরাধ ছিল কি নিষেধ
ধার কাছে হল অপরিপক্ষ জীবন,তুমি না
নিজেকে দেখা তোমাকে উপলদ্ধি বাকি থাকল
বসত ঘরে ভাল থাকা হবে বলে।
বুঝা হলনা তোমার কত মায়াময়?
অপেক্ষা কত করতে হবে কত সীমানার!
তারপর কি তোমার জানা ছিলনা?
সংযোগ কথা কথার
একা কেন জানতে হল বিকেলের রোদ জালান্তর।