(১)
বিপরীত অনূভুতির দু'রূহ এক
যখন তোমার মুখ দেখি,
শান্তির তখন চোখে জল আসে।
যাযাবর উড়াউড়ি কেবম তোমার বিশে,
কেন তোমার মন খারাপ দেরিতে হয়।
আমি কাঁদানো জল গুলোর প্রণয়
তোমাকে অর্পন দিয়ে তোমাকেই ভালবাসি;
তুমি নির্বাক বালক তোমাকে বুঝতে পারিনা
তুমি ও তাকিয়ে থাক,আমি ও তাকিয়ে।
(২)
জীবন গন্ধ ছড়ায় স্পর্শ আর বেঁকে বসে
পাওয়া ঠাঁই নেয় আসন পাওয়া তার বর্ষায়
সব রং বিবর্ণ হয় কোন সংকেত ভাল ভেবে,
গ্রহন অযাযিত হয় তুমি ফিরবে কখনো।
আকাশের কালো মেঘের আনাগোনায় তুমি অাস
কেন তখন দেখতে পাই তোমার ঝাপসা চেহেরা?
হৃদয় কত কাঁদে আর দেখা না হয়।