আজ তব গরিবের মুখে
অন্নের অঢেল অভাব,
তাহাদের হৃদয় ভেঙ্গে করছে খেলা
সমাজে বসবাসরত মোড়েল।
দুঃখে ভরা বেদনার ছবি
আঁখি জলে ভাসমান নয়ন জোড়া,
তাহাদের দুঃখের কথা
কেহ বুঝিয়া লয়ে না তবে।
এই গরিবের ব্যথা
তব বুকে সহে সর্বদা,
লোকে দেখে আঢ় চোখে
করে কৃপার দান।
ভুলে গিয়াছে আজ তারা
ক্লৈব্য দীনতা,
রোজ তাহারা থাকিতেছে উপবাস
কেউ তাহাদের পাশে দাঁড়ায় না আজ।
মাথার উপরে নিত্য জ্বলিতেছে
ক্ষুধার জ্বালা।
গরিবের ভাগ‍্যে বদলায় নি
ভাগ‍্যে বদলিয়েছে মোড়লের,
অরন্য-কুন্ডলে বসিয়া আজ
কাঁদে তাহারা দিবানিশি।
তাদের ভাগ্যে আজ জুটেছে শ্মশান,
পথ-প্রান্তের মাঝে আজ লুটাইছে
তাদের অশ্রু-সিক্ত দেহখান।
আশার আলোয় বেচেঁ থাকে তাহারা
কখন যে ফিরিয়া আসিবে তাদের!
নব রুপ-লাবণ্যের ছোয়া।
আহত জীবন তাহা নাহি জানে
তবুও তাহারা আশার বুক বাঁধে।