এই তো সেই আমি
আছি তো আগের মতোই।
বট বৃক্ষের ছায়া তলে
দাঁড়িয়ে আছি,
তোমাকে এক নজর দেখব বলে।


পড়ন্ত বিকেলে
রবির আলোক রশ্মি পড়েছে,
প্রেয়সীর গতরে।
এক জলক হাসি হেসে তাঁকিয়ে আছে
প্রকৃতিরও পানে।


হাত বাড়িয়ে দাঁড়িয়ে আছি
তোমার জন‍্যে।
এসো হে এসো তুমি
গাঁদা ফুলের মালা দিয়ে,
বরণ করে নেবো তোমাকে।