আজি মনের কোণে বাজে
বসন্তের গান,
উজ্জীবিত করে তোলে দেহকে।
বসন্তকে পেয়ে
প্রকৃতির ভরা যৌবন নেচে ওঠে
ধরণীর বুকে।


কামনা-বাসনা জাগ্রত হয়
মনের কোণে।
সজ্জায়িত করেছে,
অপরূপ সৌন্দর্য ভরা সমগ্র ধরণীকে।
প্রকৃতির বুকে
নব সৃষ্টির উল্লাসপূর্ণ উল্লাসে,
নতুনত্বের মেলা বসে।


বসে আছে মন প্রেয়সী দুয়ার খুলে
অপেক্ষারত অবস্থায়,
কখন আসবে প্রেমঘন মূহুর্ত
তার অপেক্ষায়।
পেয়ে যাবে যখন
কাঙ্ক্ষিত সেই ভালোবাসা,
নতুনত্বের আগমন ঘটবে তখন ধরণীর বুকে।