মানুষ আর মানুষ নেই
তাঁরা আজ হয়েছে যে আমানুষ,
যেদিকে তাঁকাও
দেখবে তুমি শুধুই অবিচার।
যেদিকে তাঁকাও
দেখবে তুমি ব্যাভিচার।
যেদিকে তাঁকাও
জাগবে তোমার ভয়ভীতি।
তাঁরাও তো মানুষ,
তাদের নেই যে আজ হুশ,
কেননা তাঁরা বেহুশ।
যেদিকে তাঁকাও
দেখবে তুমি মানুষ রূপি শকুনীরা
ঘুরছে তোমার পিছু পিছু।
যেদিকে তাঁকাও
দেখবে তুমি দুর্নীতি,
দুর্নীতি আজ সর্বদা বিরাজমান,
তাঁরা যে মানুষ,কিন্তু অমানুষ।
যেদিকে তাঁকাও
দেখবে তুমি ধর্মীয় গোড়ামীদের,
ধর্মের নামে তৈরী করছে,
সমাজে অরাজকতা।
যেদিকে তাঁকাও
দেখবে তুমি অপরাজনীতি,
একজন অন‍্যজনকে করছে
প্রতিনিয়ত গালাগালি।
তাঁরাও তো এই সমাজের মানুষ
কিন্তু এরা মানুষ নামে অমানুষ,
হায়!আফসোস
এরা সবাই তো আজকের মানুষ।