পড়ন্ত বিকেলে এক চাহনি চোখে নদীর কূলে দাঁড়িয়ে
অবলোকন করছি নদীর স্রোতকে আবেগপ্রবণ মনে।
শরতের কাশফুল করছে খেলা দখিনা বাতাসে  
ভেসে যাচ্ছে কচুরি পানা বহমান স্রোতের তালে তালে।


গোধূলি বেলা নদীর ঘাটে এসে থেমেছে জেলের তরী
সাথে সাথে ছোট বালকেরা এসে দাঁড়িয়েছে তার পাশে।
পশ্চিম আকাশে ডুবন্ত সবিতার আলোক ছটা পড়েছে
নদীর পাশ ঘেঁষে থাকা অসংখ্য বৃক্ষ ও নদীর জলে।


আহ!কি চমৎকার প্রকৃতির খেলা চলছে যে অবিরত
আমার মন পাগলপারা এই প্রাকৃতিক সৌন্দর্য্য দেখে।
এক গুচ্ছ কাশফুল তুলে হাতে নিলাম অর্ধাঙ্গীর জন‍্যে
আমার ভালোবাসা প্রতীক দিবো তুলে প্রিয়তমার হাতে।