তোমার মুখে যতই মধু
অন্তরে তে বিষ।
তুমি কাল-নাগিনী সর্প হইয়া
দংশনে মেতে,
ছড়াচ্ছো চারিদিকে বিষ।


তোমার আঘাতে আঘাতে
জর্জরিত জাতি,
কাঁদিতেছে দিবানিশি।
স্বাধীন দেশে
পরাধীনতার জিঞ্জির,
পড়াচ্ছো সকলকে।


ইতিহাস সাক্ষী
ক্ষমতা চিরস্থায়ী নয়।
কালে কালে কতো ধবংস হয়ে গেছে
নর-পিচাশের দল।
সত‍্য এসে মিথ‍্যাকে চাপা দিবে
অন্ধকারকে ঘুচিয়ে,
মুক্তির আলোয়
আলোকিত করবে বিশ্বকে।