একুশ,বায়ান্নর একুশ
আমি দেখিনি,আমি শুনেছি
আমার প্রতিবেশী শত বর্ষের বৃদ্ধ,
তমিজউদ্দিনের কাছ থেকে।
একাত্তর,ঊনিশত একাত্তর
আমি দেখিনি,আমি শুনেছি
আমার বৃদ্ধ মাতার কাছ থেকে।
একুশ,অমর একুশ
একুশ আমার অন্তরে।
যে ভাষায় আমি আজ কথা বলি
তা পেয়েছি একুশ থেকে।
যে স্বাধীন দেশে আজ আমি বসবাস করি
তা পেয়েছি একাত্তর থেকে,
লাখো শহীদের রক্তের বিনিময়ে।
আমি লালন করেছি একুশ
আমি বুকে ধারণ করেছি একাত্তর,
বায়ান্নর ভাষা আন্দোলন,একাত্তরের মুক্তিযোদ্ধ
আমার অন্তরে।
আজও কাঁদি,আজীবন কাঁদব
যারা রক্ত দিয়ে
দিয়েছে আমার মাতৃভাষা,দিয়েছে আমার মাতৃভূমি।
তাঁরা আছে সবার অন্তরে,
আমার অন্তরে।