ওগো বন্ধু,
যে রথে তুমি চলে গেছো বহুদূরে
অজানা পথে।
সে রথের খোঁজে আজও আমি
পথ পথান্তরে,
ফিরিবার পথ নাহি আর।
তুমি যদি দূর হতে দেখ চাহি
চিনতে পারিবে আমায় তবি,
বিদায়, হে বন্ধু,বিদায়।


চলে যাবার পথে তোমার পানে
চেয়ে ছিলাম আমি,
চিৎকার করে ডেকে ছিলাম
তোমায় আমি,
বিদায়,ওগো বন্ধু বিদায়।
কোন একদিন দেখা হবে আবার
তার জন‍্যে আছি অপেক্ষায়,
বিদায়,হে বন্ধু,বিদায়।


ঈশ্বরের দরবারে করিব ফরিয়াদ
ওপরে যেন থাকি একসাথে।


অতীতের স্মৃতি গুলো মনে পড়িলে
ছাড়ি দীর্ঘশ্বাস,
বকুল তলায় বসে
কত গল্প করেছি দু'জনে একসাথে।
বর্ষার মৌসুমে
বারি বর্ষণের দিনে,
দু'জনে ভিজে হয়েছি একাকার।
আমার প্রাণের সখা ছিলে তুমি  
কালের স্রোতে হারিয়ে গেছো তুমি।


তবুও তো তোমায় আমি
স্বপ্নে দেখি,
যে স্বপ্নের মাঝে তোমায় বাঁচিয়ে রাখি,
তুমিই থাকিবে চিরকাল
আমার স্বপ্নের মাঝে।
বিদায়,হে বন্ধু,বিদায়
ভালো থেকো বন্ধু, ওপারে।