রূপ-লাবণ্যে ও যৌবনের ফাঁদে পড়ে
কতো যে হয় পাপ চালার পথে পথে।
যৌবন শেষে বার্ধক‍্যে যখন আসিবে
তখন তুমি দেখিবে,
কথায় কথায় তাচ্ছিল্য করছে তোমাকে।


ছিলো মনে কত হিংসা অহংকার য‍ৌবনের তরে
নিমিষেই সব নিষ্ফল হয়ে যাবে বার্ধক‍্যের ভারে।
যুগে যুগে কতো যুবক-যুবতী এলো ধরণীতে
বৃদ্ধ হয়ে গেছে ফিরে এই ধরণী থেকে।
এতো বিধির বিধান তোমায় মেনে নিতে হবে
এ নিয়তির পথে তোমায় ও আমায় হাটতে হবে।