এই ছোট্ট জীবনে কতো যে শুনেছি
তাহাদের কথা,
যাহারা জীবন বিসর্জন দিয়ে
দিয়েছে আমাদের,
একটি লাল-সবুজের পতাকা।
শত কষ্টে জর্জরিত জীবনের মাঝেও
এনে দিয়েছে,
আমাদের গর্বিত স্বাধীনতা,
তাহারা এই জাতির বীর মুক্তিযোদ্ধা।


আজও আমার দেশের আনাচে-কানাচে
অবহেলিত ভাবে পড়ে আছে,
অসংখ্য বীর মুক্তিযোদ্ধা।
অসহায় ভাবে
বেদনার্থ মনে পথে পথে ঘুরছে।


আমি স্তব্ধ,আমি বাকরুদ্ধ
তাহাদের কষ্টের জীবন দেখে,
আজ আমি ভাষাহীন এক পথিক।
হায়!আফসোস
এই স্বাধীন দেশে,
কবে যে পাবে তাহারা যথাযথ সন্মান টুকু?