খাঁচার ভিতরে বন্দী পাখি
অশ্রুসিক্ত আঁখি।
দুটি পাখা তার
ঝাপটিয়ে বেড়াতে চায়,
বন্দী জীবন ফেলি।
বেদনা ভরা হৃদয় নিয়ে
আর্তনাদ করে খাঁচার ভিতরে বসি।
মনে মনে ভাবে সে একা নিরালা
যদি পাই কখনো ছাড়া।
চলে যাব অদূরে
আর কখনো পাবে না দেখা,
এই ভেবে কাঁদে সে অশ্রুসিক্ত দু'নয়নে।


মাঝে মাঝে কাঁদে উচ্চস্বরে
গভীর রাতে,
বেদনা ভরা হৃদয় নিয়ে।
ধিক্কার জানায়
সমগ্র মানবজাতিকে,
কেন বন্দী করেছে মোরে?
এরাই সৃষ্টির সেরা জীব
অভিশপ্ত জাতি।
অভিশাপ দিচ্ছি বিধাতার কাছে
বিচার করিবে একদিন,
ধবংস হয়ে যাইবে এই সব জাতি।