পদ্মানদীর উপশাখা,ছোট্ট একটি নদী,
নাম যে তার চন্দ্রা,
বহু রূপবতী।
অপরূপ সৌন্দর্য তার,
যেন লাবন্যময়ী।
বর্ষার,যৌবন কালে তার
দেহ আগ্রাসী।
চলে গেছে সে হেলে দোলে
বহু পথ পেরিয়ে।
দুই পাশে তার ছোট ছোট গ্রাম,
বাশঁ বনে তার ঘেরা।
লোকে ডাকে আদরের সহিতে,
বাশঁখালী।
তার মাঝ দিয়ে পথ যে গেছে
আঁকাবাঁকা।
গ্রামের লোকেরা যে,সরল মনের গাথাকবিতা।
ছোট্ট এই নদীর পাশে,ঐ গ্রামটিতে
ছোট্ট একটি বাজার বসে,
সন্ধ্যার পরে।
সদা সবাই, গালভরা গল্প করে
একে অপরের সাথে,
খোঁজ খবরাখবর নেয় যে
সকলের তরে।