আমি দেখেছি
মানুষ রূপি অমানুষ,নরপিশাচের দল,
যাদের কন্ঠে নোংরা ধ্বনি,কুৎসিত বঞ্চনা।


আমি দেখেছি
নিষ্ঠুর ধনীদের শক্তির দাপট,
দাপটের বলে অসহায় গরিবের করছে অবহেলা।


আমি শুনেছি
ক্ষুধার জ্বালাতনে চিৎকারের ধ্বনি,
এক মুঠো ভাতের অপেক্ষায়।


আমি শুনেছি
সম্ভ্রমহারানো নারীর চিৎকার,
কেউ তার পাশে দাঁড়াতে পারিনি।


আমি দেখেছি
সম্ভ্রম হারানো নারীর ঝুলন্ত লাশ,
আজও হয়নি যার সঠিক বিচার।


আমি দেখেছি
পাপীদের সুন্দর বসবাস,
শুনেছি তাদের বিভ্রান্তিকর অট্টহাসি।


আমি দেখেছি
ক্লান্ত ভিক্ষুকের বুকে লাথি,
কেউ তার প্রতিবাদ করতে পারিনি।


আমি দেখেছি
অত্যাচারিদের জ্বলজ্বলে সব বাতি,
অন্ধকারে নিমজ্জিত হয়েছে আজ পুরো জাতি।


আমি দেখেছি
দুঃখিনি মায়ের কান্নাভেজা নয়ন জল,
দেখেছি অবুঝ শিশুদের নয়ন ভরা জল।


আমি দেখেছি
অসহায় লোকেরা পাচ্ছে না সঠিক বিচার,
পাচ্ছে না তাদের ন‍্যায‍্য অধিকার।


আমি দেখেছি
আমার বাংলাদেশের করুন পরিণতি,
যার অনল দহনে পুড়ছে আজ পুরো জাতি।