এই নিস্তব্ধ রজনীতে
তোমায় করছি আহ্বান,
তুমি আসবে বলে
আমি আছি অপেক্ষায়।
পূর্ণিমার চাঁদের আলো
আজ আকাশ জুড়ে,
ভেসে যাচ্ছে পথের বাতাস
হৃদয়ে গান গেয়ে।
তুমি জল হয়ে ঢেউয়ের সহিতে
আসবে আমার কাছে,
প্রবল বেগে ভাসিয়ে নিয়ে যাবে
তোমার প্রেম স্রোতে।
ভেসে যাব সেই প্রেম সাগরের জলে
মনের আবেগে,
জোৎস্নার আলোতে স্নান করিব
ভালোবাসার মিলন মেলাতে।


আশা করে বসে আছি
তোমার অপেক্ষাতে,
এক মুঠো রজনী গন্ধা হাতে নিয়ে।
তারা গুলো জ্বলজ্বল করছে আকাশেতে
জোনাকী গুলো জ্বলছে
বাঁশবাগানে।
আসলে না তুমি,বসে ছিলাম আমি
শুধুই তোমার অপেক্ষাতে,
হঠাৎ এক ধমকা হাওয়ার আঘাতে
অচেনা পথে হারিয়ে গেলে।
তিমির রাত্রির গায়ে জ্বলে জোনাকী
ঢেউ পর ঢেউ খেলে যায়,
কতো স্রোত যে বয়ে যায়,
আজও আমি বসে থাকি এই রাত্রির মাঝে
শুধুই তোমার অপেক্ষাতে।


তোমায় আমি অন্ধকারে খুঁজিছে কেবল
পাইনি খুজেঁ সেই আলোর পথ,
তোমার আসার পথ চেয়ে বসে আছি
ফিরে এসো তুমি।
তোমার ভালোবাসা পাওয়ার জন‍্য
আজও আছি অপেক্ষাতে।
তা কি তুমি জানো না?
আমায় ছাড়া
তোমায় কি কেউ বুকে ক’রে রাখবে?
তাও কি তুমি জানো না?
ফিরে এসো তুমি আমার বুকের মাঝে,
ফিরে এসো তুমি।