মা! ওগো মা,মা আমার মা।
দশ মাস, দশ দিন গর্ভে ধারণ করে,
মৃত্যুর ভার কাঁধে তুলে নিয়ে,
এ ধরণী তলে এনেছো অনেক কষ্ট করে।
শত বিপদ উপেক্ষা করে,
বুকে দিয়েছ ঠাই,
কষ্ট করে লালন করেছো,
বড় করেছো ধরণীর বুকে তাই।
নিজে না খেয়ে, খাইয়াছো মোরে
ক্ষুধার জ্বালা মিঠিয়েছো মোর,
নিজে ক্ষুধার্ত থেকে।
স্নেহ দিয়ে, মমতা দিয়ে,
আপন করে নিয়েছো মোরে।
আহ!কত কষ্ট ছিলো তোমার,
বেদনা ভরা হৃদয় নিয়ে,
ঘুমাইতে গেছো ক্লান্তিকর দেহ নিয়ে।
নিজের কষ্ট,নিজের বুকে চাপা দিয়ে
লালন-পালন করে বড় করেছো এ ধরণী তলে।
কি করে স্বার্থপর হব?
যতদিন থাকব এ ধরণী তলে।
মোর শরীরের চর্ম দিয়ে পাদুকা যুগল বানালেও
কোন দিন যাবে না যে,
তোমার ঋণ শোধ করা তবে,
তুমি যে এক মহীয়সি নারী,জন্মধাত্রী মাতা।