কণ্ঠ আমার অবরুদ্ধ
রক্তে রক্তিম আমার হৃদয়,
অন্তর খানা হাহাকার।
ছিন্নভিন্ন করে দিয়েছে হৃদয়,
কেড়ে নিয়েছে বাকস্বাধীনতা।
আমি নির্বাক
আমার কণ্ঠ রোধে,
কি অপরাধ ছিলো আমায়?
আমি হতভাগা,
আমি করিতে পারি না যে প্রতিবাদ খানা।
আমি করিতে পারি না যে,
আমার স্বাধীন মত প্রকাশ মূলক বাক্যটা।
মিথ্যা এসে চাপা দিয়ে রেখেছে সত্যকে,
জুলুমের অট্টহাসি
দেখে,জল এসে যায় দু'নয়নে।
নয়ন জলে ভরা
কণ্ঠে কথা থাকিতেও,
আমি বাকশক্তি হারা।
আমার বাকশক্তি থাকতেও
আমি বোবা।
আমার কান থাকতেও
আমি কালা।
এই অপশাসন এর বিরুদ্ধে
সোচ্চার হতে হবে সবাইকে।
আসুন সবাই,এক সাথে প্রতিকল্প করি
এই কালো শক্তির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলি,
সমাজকে সুন্দরভাবে সাজিয়ে তুলি।