বিশাল এই হাজারও ইট-পাথরের যান্ত্রিক জীবনে
শুধু থমকে দাঁড়িয়েছি আমি,
কষ্টকে বুকে নিয়ে,আমার দেহে আলিঙ্গন করে।


দেখি এত মানুষের ভিড়ে,নিজেকে পাইনা ফিরে
নিজের আপন হিয়া কোণে একান্ত মনে,
হারিয়ে গেছি কষ্টের মাঝে একাকার হয়ে।


আপন বলতে কেউ নেই আমার পাশে,আমি একা
এটাই কি সেই জীবন?
যার জন‍্য করেছি শূন্যে হৃদয়,
এটাই কি সেই জীবন?
যে কষ্ট লেগেই থাকবে আমার দেহে।


পথের মাঝে থমকে দাঁড়িয়ে
আবার প্রথম থেকে শুরু করেছি চলা,
সব শেষে পূনরায় চলে এসেছি আমি।


প্রভাতফেরি কখন আসবে তাও জানি না আমি,
সে কি আমাকে অপেক্ষা করতে বলছে?
তাও জানি না ,শুধুই অপেক্ষার প্রহর গুনছি আমি,
কখন আসিবে আমার সেই কাঙ্ক্ষিত প্রভাতফেরি?


আরও কি কিছু দূর আমায় যেতে বলছে?
তাও জানি না আমি,আজ আমি বড় ক্লান্ত,
আর তো যেতে পারিব না আমি
আমি ক্লান্ত,পরিশ্রমসিদ্ধ,পরিশ্রান্ত আমার দেহখানি।


কষ্টে আমার জর্জরিত জীবন
কান্নাভেজা আমার দু নয়ন খানা,
এখন আমি একটু বসিবো বট বৃক্ষের ছায়ায়
ক্লান্ত আমি,এই জীবন যুদ্ধের দাড় প্রান্তে দাঁড়িয়ে।