আমার এই ছোট্ট জীবনে চলার পথে পথে
যাদেরকে আপন ভেবে নিয়েছি,
তিলে তিলে ব‍্যথা দিয়েছে তাঁরা আমার হৃদয়ে।
কথার কাঁটা দিয়ে
ছিন্নভিন্ন করে দিয়েছে এই হৃদয়কে।
এটাই কি সেই জীবন?
যেখানে কেউ কারো নয়,
প্রতিটি মানুষ সবার সাথে করছে অভিনয়।
এটাই কি সেই জীবন?
যেখানে কেউ কাঁদে কেউ হাসে,
কেউবা হিংসায় জ্বলে পুড়ে মরে।
জীবন চলার পথে পথে
শকুনীরা ঘুরছে শুধু পিছু পিছু।
চলার পথে থমকে দাঁড়িয়েছি
পাশ কাঁটিয়ে আবার চলতে শিখেছি।
দেখেছি,সবাই আসে চার পাশে স্বার্থের লোভে
আমারও পাশে কিংবা হাজারও লোকের ভিরে।
হায়!আফসোস
যাদের জন‍্য এতো কিছু করেছি,
তাঁরা আজ
কাঁটাতারের বেড়ায় বন্দি করেছে আমায়।