খর স্রোতা নদীর কূলে দাঁড়িয়ে
দেখছি আমি বিমুগ্ধ চোখে তাঁকিয়ে,
ভালোবাসার আলিঙ্গন বুকে এঁকে
ভাবছি এই খর স্রোতা নদীকে নিয়ে।
প্রশান্তিময় প্রশান্তমনা হয়ে
দেখছি তার চলনভঙ্গি অপরূপ যৌবনের সহিতে।
এই তো সেই নদী কীর্তিনাশা
লোকে দেখে সদা তার কীর্তন খেলা।
কি অপরূপ তার সৌন্দর্য !
রূপে ভরা যৌবনে যেন দেহ আগ্রাসী।
বর্ষার ভরা যৌবনে খেলা যে খেলে যায়
এ খেলার ছলে অসংখ্য লোকে নিঃস্ব হয়ে যায়।
চলে গেছে সে হেলে-দোলে ঐ তেপান্তরে
আঁকাবাঁকা তার চলনভঙ্গি চলে নব উদ্যমে।
জোৎস্নার রাতে একা একা মনের আনন্দে
ছন্দের তালে তালে নৃত্যের খেলা খেলে।
মনের অজান্তে ভালোবাসার হাত বুলিয়ে দেই
কীর্তিনাশার গাঁয়ে এই জোৎস্না রাতে,
অফুরন্ত ভালোবাসার পরশে ।