আজ আমি ক্ষণিকের জন‍্য দাঁড়িয়ে আছি
মেঘনা নদীর তীরে ,মেঘনার জলে তাঁকিয়ে,
তোমার স্মৃতি বুকে নিয়ে,
তোমায় স্মৃতিচারণ করে
তোমায় নিয়ে ভাবছি আমি মনের হিয়া কোণে।


কতদিন যে তুমি আর আমি দুজনে মিলে
এসেছিলাম এই মেঘনা নদীর তীরে,
পাশাপাশি হয়ে হেটে ছিলাম
হাতে হাত রেখে কথা বলেছিলাম,
সুখ-দুঃখের সাথী হয়েছিলাম।


তোমার চুল গুলো উড়ছিল দক্ষিণা বাতাসে
স্নিগ্ধতার সাথে তাঁকিয়ে ছিলাম
বিমোহিত হয়ে,
ভালোবাসার আলপনা একেছিলাম মনের কোণে।


আজ আমার মনের কোণে ভেসে উঠে
তোমার সেই মিষ্টি মাখা হাসি,
যে হাসি লেগেই থাকতো তোমার ঠোঁটের এক
কোণে
আজও ভুলিতে পারিনি তোমার সেই হাসি।


আজ তুমি নেই,হারিয়ে গেছো চিরতরে
এই মেঘনা নদীর জলে,আমায় একা করে,
তাই তো আমি বারবার ফিরে আসি
এই মেঘনা নদীর তীরে ,তোমায় স্মৃতিচারণ করে।


আমি আছি তোমার স্মৃতি বুকে নিয়ে
ভালোবাসার চিহ্ন টুকু বুকে নিয়ে।


তোমার মায়াবিনী মুখশ্রী ভেসে ওঠে অন্তরের মাঝে
যখন আমি দাঁড়িয়ে থাকি মেঘনা নদীর তীরে,
শীতলমাখা জলে ভালোবাসার হাত বুলিয়ে দেই
তোমার কথা মনে করে।


বারবার ফিরে আসি এই মেঘনা নদীর তীরে
তোমার স্মৃতি বুকে ধারণ করে,
অপলক দৃষ্টিতে তাঁকিয়ে থাকি
এই মেঘনা নদীর জলে।