কালের স্রোতে আমি ভেসে গেছি
কালের যাত্রায়,
তোমায় হয়নি কোন ক্ষতি
স্রোতের টানে মৃত্তিকার হয়েছে ক্ষয়।
হে ঈশ্বর সব যদি হয় তোমার সৃষ্টি
তাই তো এই সন্ধ্যাবেলা,
তোমার কাছে আমার আরতি
পরিত্রান দাও আমায়।


ব্যাঘাত হবে না মোর তোমার প্রার্থনা কালে
মোর ম্লান স্পর্শ লেগে থাকবে,
তৃষার্ত আবেগবেগে।
পথ ভ্রষ্ট নাহি হব
তোমার আরাধণা কালে।
ক্ষুদার্তকে অন‍্য দিব,বস্ত্রহীনদের বস্ত্র দিব
অসহায়দের পাশে দাঁড়াবো,
মঙ্গলময় কাজে সর্বদা থাকিব,
এই মোর প্রতিশ্রুতি তোমার পানে।
পাপ গুলো মুছে দিও
মোর পিতা-মাতার করিও মঙ্গল,
এতটুকু চাওয়া তোমার কাছে।
দু'হাত তুলে তোমার কাছে মিনতি
মোর শুন‍্যের করিও পূর্ণ,
তোমার দরবারে এই মোর প্রার্থনা গীতি।