এ বাংলায় এতো এতো কবি
এতো এতো কবিতা,
তা দেখে মোর
হয় যে পাহাড় সমান চিন্তা।
মাথায় হয় যে বিষন্নতা
কি করে লিখিল এতো এতো কবিতা?


কতো যে লিখে গেছে তাঁরা
কত কালে,
হাজারো বিষয়ে কাব‍্য রচনা করে।
কাব‍িতা পাঠ করিলেই
হারিয়ে যাই তাঁদের লেখার ছন্দে ছন্দে।
খুবই ভালো লাগে
কাব‍্য রচনায় তাঁদের আবেগ বুঝিলে।
দিবানিশি
চোখ বুঝিলেই,
হয় যে এই মোর ভাবনা।