নব বর্ষায়,দিবসের প্রথম প্রহরে
হঠাৎ করে ঝিরিঝিরি বৃষ্টি পড়ে।
এই ঝিরিঝিরি বৃষ্টির উল্লাসে,
কদম,কেয়া ফুল ফুটে নব উদ্যমে।
তারি মাঝে উঁকি মারে সোনালী আভা
নিষ্প্রাণ মনটা করে যে বড় উতলা।
মনে পড়ে সেইদিন কার কথা,
তুমি এসেছিলে,ঝিরিঝিরি বৃষ্টির মাঝে,
আমার পাশে দন্ডায়মান হয়ে,
তোমার ভেজা চুলের খোঁপা খুলে,
রেখে দিলে তোমার বক্ষের এক পাশে।
কি অপরূপ লাগছিলো তোমায়!
কিছুক্ষণ তাঁকিয়ে ছিলাম বিমোহিত হয়ে।
তোমার নাকের ডগায় হীরার ন্যায়
জল বিন্দু করেছিল খেলা,
তারি সাথে সেজে ছিলো রংধনুর মেলা,
তা দেখে,আমার অন্তরে দিয়েছিল দোলা।
মনে পড়ে যায় সেই দিন কার কথা,
যেদিন হয়েছিল দু'জনার দেখা।
হয়েছিল কথা দু'জনার সাথে ঐ মধুর ঘন সময়ে,
আজ তো সেইদিন,মনে পড়ে যায়,
ঝিরিঝিরি বৃষ্টির,নব বর্ষার প্রথম প্রহর।